ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবিতে শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ১৭:৪০, ১৯ জানুয়ারি ২০২২

জাবিতে শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিনের মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কের সামনে একটি মানববন্ধনে উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া হাসান বলেন, ‘‘কোন বিশ্ববিদ্যালয়েই এমন অযোগ্য ভিসির জায়গা হতে পারে না। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এরকম মানসিকতার মানুষের জন্য নারীরা অনিরাপত্তায় ভুগছে। নিরাপদ বলেই জাবির মেয়েরা যেকোনো সময় নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। সারাদেশেই এমন নিরাপত্তা থাকা উচিত। এটা আমাদের জন্য গর্বের।” উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিনের একটি কথোপকথন ছড়িয়ে পড়ে যেখানে তিনি জাবি'র ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য।
×