ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিষয় : সাধারণ বিজ্ঞান

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০১:৫৫, ১৯ জানুয়ারি ২০২২

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে- ক) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বণ রয়েছে গ) লোহাকে টেম্পারিং করা হয়েছে ঘ) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে উত্তর: খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বণ রয়েছে ২। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো- ক) জিপসাম খ) বালি গ) সাজি মাটি ঘ) চুনাপাথর উত্তর: খ) বালি ৩। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে- ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে গ) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে উত্তর: খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে ৪। নিচের কোন উক্তিটি সঠিক? ক) কবায়ু একটি যৌগিক পদার্থ খ) বায়ু একটি মৌলিক পদার্থ গ) বায়ু একটি মিশ্র পদার্থ ঘ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেন বোঝায় উত্তর: গ) বায়ু একটি মিশ্র পদার্থ ৫। কোনটি চৌম্বক পদার্থ? ক) পারদ খ) বিসমাথ গ) অ্যান্টিমনি ঘ) কোবাল্ট উত্তর: ঘ) কোবাল্ট ৬। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? ক) আইনস্টাইন খ) ওপেনহাইমার গ) অটোহ্যান ঘ) রোজেনবার্গ উত্তর: খ) ওপেনহাইমার ৭। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? ক) প্রতিফলন খ) প্রতিধ্বনি গ) প্রতিসরণ ঘ) প্রতিসরাংক উত্তর: খ) প্রতিধ্বনি ৮। আকাশ নীল দেখায় কেন? ক) নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে খ) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে গ) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ঘ) নীল আলোর প্রতিফলন বেশি বলে উত্তর: গ) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ৯। নিত্য ব্যবহার্য ‘এরোসোলের’ কৌটায় লেখা থাকে ‘সিএফসি’ বিহীন। ‘সিএফসি’ গ্যাস কেন ক্ষতিকারক? ক) ফুসফুসে রোগ সৃষ্টি করে খ) গ্রিন হাউস ইফেক্টে অবদান রাখে গ) ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে ঘ) দাহ্য বলে অগ্নিকা-ের সম্ভাবনা ঘটায় উত্তর: গ) ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে ১০। বি-৫২ কি? ক) যাত্রীবাহী বিমান খ) বিশেষ হেলিক্টার গ) বোমারু বিমান ঘ) ভূমি হতে নিক্ষেপণযোগ্য ক্ষেপনাস্ত্র উত্তর: গ) বোমারু বিমান
×