ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় এক বিদ্যালয়ের ৮ শিক্ষক করোনায় আক্রান্ত, স্কুল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০১:১৮, ১৯ জানুয়ারি ২০২২

কুমিল্লায় এক বিদ্যালয়ের ৮ শিক্ষক করোনায় আক্রান্ত, স্কুল বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ লাকসাম উপজেলার পৌর এলাকার পশ্চিমগাঁও সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের আটজন শিক্ষকের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে আমরা তাদের চিকিৎসাসেবা প্রদানসহ সার্বিক বিষয়ে তদারকি করছি। বিদ্যালয়টিতে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৫৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রানী সাহা গত শনিবার জ্বর অনুভব করেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার তার করোনা শনাক্ত হয়। এরপর একে একে বিদ্যালয়ের আরও সাত শিক্ষকের করোনার নমুনা দেয়া হয়। এতে তাদের সবার করোনা পজিটিভ আসে। খবর পেয়ে দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে যান। করোনা শনাক্ত হওয়া শিক্ষকরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রানী সাহা, সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, মোঃ একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।
×