ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুনাকের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০০:২৫, ১৯ জানুয়ারি ২০২২

পুনাকের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেলেন প্রতিবন্ধী ও দুস্থ দুই শতাধিক শীতার্ত। মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুনাক হবিগঞ্জের সভানেত্রী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। শায়েস্তাগঞ্জ ওসি অজয় চন্দ্র দেবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। উপস্থিত ছিলেন সাংবাদিক আ স ম আফজল আলী, মঈনুল হাসান রতন, সুজন পৌর শাখার সভাপতি আব্দুর রকিব, সাংবাদিক মামুন চৌধুরী, সাখাওয়াত হোসেন টিটু প্রমুখ। ব্ল্যাড ব্যাংকে অর্থ সহায়তা সংবাদদাতা, বিরামপুর দিনাজপুর ॥ প্রতিষ্ঠার দেড় বছরের মধ্যে এক হাজার জনকে রক্ত প্রদান এবং ৮ হাজার রক্তদাতা সংগ্রহ উপলক্ষে বিরামপুর ব্লাড ব্যাংকের আলোচনাসভায় প্রধান অতিথি স্থানীয় এমপি শিবলী সাদিক এই সংগঠনকে এক লাখ টাকা প্রদান করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বিরামপুর সরকারী কলেজ হলরুমে অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সভায় বক্তব্য রাখেন, এমপি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কু-ু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, ব্লাড ব্যাংকের এডমিন প্রিন্স প্রমুখ।
×