ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেডিক্যালে ভর্তি পরীক্ষা হতে পারে ১ এপ্রিল

প্রকাশিত: ২৩:৪১, ১৯ জানুয়ারি ২০২২

মেডিক্যালে ভর্তি পরীক্ষা হতে পারে ১ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ দেশের সরকারী-বেসরকারী মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত এক সভায় নীতিগত এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বর্তমানে ওমিক্রনসহ সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে পরীক্ষার দিনক্ষণে পরিবর্তন আসতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা- সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। মেডিক্যাল কলেজে ভর্তি- সংক্রান্ত সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির, পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারী ও বেসরকারী সর্বমোট ১০৭টি মেডিক্যাল কলেজ রয়েছে। এতে সর্বমোট আসন সংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারী মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারী ৭০টি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ এ কে এম আহসান হাবীব বলেন, ‘প্রাথমিকভাবে আগামী ১ এপ্রিল ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’
×