ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

প্রকাশিত: ২৩:৩০, ১৯ জানুয়ারি ২০২২

দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে নান্দাইলে ট্রাক্টর উল্টে দুই ভাই, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় নারী শ্রমিক, ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নারী এবং সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিশু নিহত হয়েছেন। এছাড়াও গাইবান্ধায় পৃথক ঘটনায় তিনজন, নেত্রকোনায় এক শিশু, ঠাকুরগাঁওয়ে কোচের চাপায় পথচারী, গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল আরোহী এবং ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আতকাপাড়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২) এবং একই গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে রাহাত মিয়া (২২)। জানা গেছে, মোস্তফা ও রাহাত সোমবার রাতে জমি চাষ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় সরু একটি সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে। পরে তাদের উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥ জেলার সোনারগাঁয়ে ট্রাকচাপায় সুমি আক্তার (২০) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলা কাঁচপুর সেতুর ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি নড়াইলের লোহাগাড়া থানার জুরালিয়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, সোমবার রাতে কাঁচপুর সেতুর ঢালু এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা এতিমখানা মাদ্রাসার সামনে মঙ্গলবার সকাল ৭টার দিকে অজ্ঞাত গাড়িচাপায় রিতা আকতার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রায়গঞ্জ, সিরাজগঞ্জ ॥ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে অটোরিক্সার চাপায় ওমর আলী নামে (৫) এক শিশু নিহত হয়েছেন। ওমর ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের আব্দুল মমিন সর্দারের ছেলে। গাইবান্ধা ॥ জেলার সদর উপজেলার বিভিন্ন সড়কে অবৈধ যান কাঁকড়া (ট্রাক্টর) বেপরোয়া গতিতে চলাচল করছে। এই ট্রাক্টরের চাপায় গত তিনদিনে দুজন নিহত হয়েছে। সোমবার রাতে বেপরোয়া গতির ট্রাক্টরের চাপায় মজিবর রহমান নান্টু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত নান্টু বোয়ালী ইউনিয়নের কয়া ছয়ঘরিয়া গ্রামো মৃত অফিল উদ্দিনের ছেলে। এর আগে গত শনিবার গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা এলাকায় দ্রুতগামী ট্রাক্টরের চাপায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়। হাসিনা বেগম রিফাইতপুর চাদের ভিটা গ্রামের মোঃ মনসুর আলীর স্ত্রী। টঙ্গী, গাজীপুর ॥ জেলার টঙ্গী উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কের টিএ্যান্ডটি এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে ট্রাকের ধাক্কায় নূর নবী (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী নূরজাহন (২৭) গুরুতর আহত হয়েছেন। নিহত নূর নবী টঙ্গীর শিলমুন এলাকায় বসবাস করতেন। তিনি ফরিদপুর জেলার কাদিখোল গ্রামের তজিবরের ছেলে।
×