ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় তিন সপ্তাহের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩:২৮, ১৯ জানুয়ারি ২০২২

করোনায় তিন সপ্তাহের শিশুর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ কাতারে করোনা সংক্রমিত হয়ে তিন সপ্তাহের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, করোনার গুরুতর সংক্রমণে তিন সপ্তাহের এক শিশু দুঃখজনকভাবে মারা গেছে। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত, ৩৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৭০৩ জন। মৃত্যু ৫৫ লাখ ৬৫ হাজার ৪২১ জন। মোট সুস্থ হয়েছে, ২৬ কোটি ৯৩ লাখ ২ হাজার ৩৬১ জন। খবর আলজাজিরা ও ওয়াল্ডোমিটারর্সের। কাতার জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, শিশুটির আর কোন রোগে বা বংশগত কোন রোগের সমস্যা ছিল না। উপসাগরীয় দেশটিতে এত অল্প বয়সের কোন শিশুর করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়ার ঘটনা বিরল। কাতারে করোনা মহামারী শুরু হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে সংক্রমিত হয়ে দ্বিতীয় কোন শিশুর মৃত্যু হলো। ফাইজার ও মডার্নার চতুর্থ ডোজ ওমিক্রনে ‘আংশিক’ কার্যকর ॥ ফাইজার ও মডার্নার টিকার চতুর্থ ডোজ করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে আংশিক কার্যকর। ইসরাইলের চতুর্থ ডোজ নিয়ে একটি ট্রায়াল শেষে সোমবার একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তেলআবিবের কাছেই সেবা মেডিক্যাল সেন্টারের একদল গবেষক ওমিক্রন প্রতিরোধে মানবদেহে টিকার চতুর্থ ডোজের কার্যকারিতা নিয়ে গতবছরের ডিসেম্বরে পরীক্ষা শুরু করেন। সেখানে হাসপাতালে কাজ করেন, এমন ১৫৪ স্বাস্থ্যকর্মীকে ফাইজার ও ১২০ স্বাস্থ্যকর্মীকে মডার্নার টিকার ডোজ দেয়া হয়।
×