ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিরল তুষার পেঁচা

প্রকাশিত: ২১:৪৪, ১৯ জানুয়ারি ২০২২

বিরল তুষার পেঁচা

পাখার এক মাথা থেকে আরেক মাথার দৈর্ঘ্য পাঁচ ফুট। গত ৩ জানুয়ারি থেকে এমন একটি তুষার পেঁচার দেখা মেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। এরপর সেই খবর ছড়িয়ে পড়ে পাখি পর্যবেক্ষকদের অনলাইন প্ল্যাটফর্ম ‘ইবার্ড’-এ। যুক্তরাষ্ট্রের মানুষের কাছে জনপ্রিয় শখ বার্ড ওয়াচিং বা বার্ডিং। করোনা মহামারীতে এই শখটি আরও জনপ্রিয় হয়েছে। কারণ, এটি খোলা জায়গায় একে অপরের কাছ থেকে বেশ নিরাপদ দূরত্ব বজায় রেখে করা যায়। তুষার পেঁচার সন্ধান পেয়ে ওয়াশিংটনে নানা দিক থেকে ছুটে আসতে থাকেন পাখি পর্যবেক্ষকরা। - এএফপি
×