ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রামের নাম বলতে লজ্জা

প্রকাশিত: ২১:৪৪, ১৯ জানুয়ারি ২০২২

গ্রামের নাম বলতে লজ্জা

আমরা যেখানে জন্মগ্রহণ করি, সবসময় সেখানকার নাম গর্বের সঙ্গে উচ্চারণ করি। কিন্তু সুইডেনের একটি গ্রামের নাম স্থানীয় বাসিন্দারা উচ্চারণই করতে চান না। তারা নিজেদের গ্রামের নাম উচ্চারণ করতে লজ্জা পান। সুইডেনের ওই গ্রামের নাম ‘ফাক’। অদ্ভুত নামের ওই গ্রামের বাসিন্দারা তাদের গ্রামের নাম পরিবর্তনের জন্য এক ক্যাম্পেন শুরু করেছেন। এর আগে ২০০৭ সালে এমন আবেদন করেছিলেন ওই গ্রামের লোকেরা। কিন্তু সেই গ্রামের নাম বদলানো হয়নি। কেবল নামের কারণে তাদের সুন্দর গ্রামকে আপত্তিজনক ও অশালীন মনে হয়। -ডেইলি মেইল
×