ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রকাশিত: ২১:৩৯, ১৮ জানুয়ারি ২০২২

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনের নীচে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার পূবাইল ও কালীগঞ্জ থানা এলাকায় এ দূর্ঘটনা দু’টি ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়দুল জিহাদী জানান, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম রেললাইন পার হচ্ছিলেন ৩৫ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি। এসময় ঢাকা থেকে চট্রগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। অপদিকে, ঢাকা থেকে চট্রগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের দু’বগির সংযোগ হুকের উপর চড়ে যাচ্ছিলেন ২০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক। পথে ঢাকা-চট্রগ্রাম রেলরুটের গাজীপুরের কালীগঞ্জ থানাধীন চুয়ারিখোলা এলাকায় ট্রেনটি ঝাকুনী দেয়। এসময় নিজেকে সামলাতে না পেরে নীচে পড়ে ওই টেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। উভয় ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
×