ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাকালে রাগবি ফেডারেশনের রেকর্ড ২৪৮ কার্যক্রম

প্রকাশিত: ২১:২৩, ১৮ জানুয়ারি ২০২২

করোনাকালে রাগবি ফেডারেশনের রেকর্ড ২৪৮ কার্যক্রম

স্পোর্টস রিপোর্টার ॥ কোভিড মহামারীর দ্বিতীয় বছরে (ডিসেম্বর ২০২০-ডিসেম্বর ২০২১) বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন বা ক্রীড়া এ্যাসোসিয়েশনের মধ্যে রাগবি ফেডারেশন ইউনিয়নই সবচেয়ে বেশি ২৪৮টি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে বলে দৈনিক জনকণ্ঠের কাছে জোর দাবি জানিয়েছেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। এই কার্যক্রমগুলোর উল্লেখযোগ্য হচ্ছে ২৩টি প্রতিযোগিতা আয়োজন, গো বাংলাদেশ রাগবি প্রোজেক্টের থানা পর্যায়ে ২৬টি তৃণমূল রাগবি টুর্নামেন্ট আয়োজন, বিভিন্ন জেলায় ১২টি রেফারিজ ও কোচিং কোর্সেস কোর্স আয়োজন করা, ৮টি গো বাংলাদেশ রাগবি প্রোজেক্টে তৃণমূল রাগবি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা, দেশের বিভিন্ন স্থানে ৭১ বার মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা।
×