ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২০:০৬, ১৮ জানুয়ারি ২০২২

ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে দুটি ইটভাটা এবং একটি রেঁস্তোরা রয়েছে। মঙ্গলবার দুপুরে সংস্থাটির নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন ক্যাব প্রতিনিধি, জেলা কৃষি অধিদফতরের প্রতিনিধি ও ফতুল্লা থানা পুলিশের একটি টিম। অভিযানের বিষয়ে সেলিমুজ্জামান বলেন, ফতুল্লার বক্তাবলী ফেরীঘাটে ইট ভাটায় পরিমাপের চাইতে ছোট ইট তৈরি করায় আজাদ এন্টারপ্রাইজ কে দুটি ধারায় ১ লাখ টাকা এবং সান ব্রিকসকে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ফতুল্লার বিসিকে অবস্থিত নিউ কস্তুরি অভিজাত রেঁস্তোরকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পন্য সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
×