ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে ওয়ার্ল্ড ভিষনের সুবর্ণ জয়ন্তি উৎসব উদযাপন

প্রকাশিত: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২২

আমতলীতে ওয়ার্ল্ড ভিষনের সুবর্ণ জয়ন্তি উৎসব উদযাপন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বে-সরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিষনের ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তি উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসব উদযাপন করা হয়। ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ সুবর্ণ জয়ন্তি উৎসবের উদ্বোধন করেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওসি একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বে-সরকারী সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না। সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় উৎসবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, সিপিপি কর্মকর্তা মাহতাবুল বারী, বরগুনা জেলা বাসস সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, সাংবাদিক খাঁন মতিয়ার রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ হোসাইন আলী কাজী ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সভায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মামনা ক্রেষ্ট দেয়া হয়। সুবর্ণজয়ন্তি উৎসবে সমাজ উন্নয়ন, শিশু শিক্ষা, নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিষনের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়।
×