ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একদিনে হাসপাতালে আরও ৪ ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশিত: ১৮:১৭, ১৮ জানুয়ারি ২০২২

একদিনে হাসপাতালে আরও ৪ ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন রিপোর্টার ॥ ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকার হাসপাতালে তিনজন এবং ঢাকার বাইরের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে সাতজন চিকিৎসাধীন। এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৮ হাজার ৪২৯ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।
×