ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসিকে টপকে ফিফা বর্ষসেরা লেভানডোস্কি

প্রকাশিত: ০১:২৪, ১৮ জানুয়ারি ২০২২

মেসিকে টপকে ফিফা বর্ষসেরা লেভানডোস্কি

স্পোর্টস রিপোর্টার ॥ মধুর প্রতিশোধ নিয়ে টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি। সোমবার দিবাগত রাতে ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হিসেবে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২০ সালে প্রথমবার ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন লেভানডোস্কি। ২০২১ সালের নবেম্বরে মেসির কাছে হেরে প্রথমবারের মতো মর্যাদার ব্যালন ডি’অর জেতা হয়নি লেভার। এবার সেই মেসিকে হারিয়েই আরেকবার জিতলেন গৌরবের ফিফা এ্যাওয়ার্ড। ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘোষণা করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম। মহামারী করোনাভাইরাসের কারণে এবারও ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দ্য বেস্ট’ ফিফা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রখ্যাত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও চেরমাইনে জেনাস। ফিফার সদস্যভুক্ত সব জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে বেছে নেয়া হয়েছে ফিফা বর্ষসেরা ফুটবলার। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেয়া হয়েছে পুরস্কার। গত মৌসুমে জার্মান বুন্দেসলীগায় রেকর্ড ৪১ গোল করা লেভানডোস্কি চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ২৩ গোল। গোলমেশিন খ্যাত এই তারকা ধারাবাহিকতার মূর্ত প্রতীক।
×