ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারিগরি ও এলএনজির বৈশ্বিক মূল্য বৃদ্ধিতে গ্যাসের চাপ কম ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ০০:৪৩, ১৮ জানুয়ারি ২০২২

কারিগরি ও এলএনজির বৈশ্বিক মূল্য বৃদ্ধিতে গ্যাসের চাপ কম ॥ নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়ছেন, কারিগরি কারণে ও এলএনজির বৈশ্বিক মূল্য বৃদ্ধির কারণে গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে। এটি সমাধানের চেষ্টা চলছে। গ্রাহকদের তথ্য জানিয়ে আস্থা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। সোমবার প্রতিমন্ত্রী তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা বাড়াতে তিতাসের কার্যক্রম প্রতিনিয়ত জানাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বাড়াতে হবে। তিতাসের বিদ্যমান প্রকল্প আলোচনাকালে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতকে সামনে রেখে প্রকল্প নিলে আগামী প্রজন্ম ভাল সেবা পাবে। গ্যাসের প্রেসার সব জায়গায় একই রাখা নিয়েও কাজ করার সময় এসেছে। প্রতিমন্ত্রী বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে। গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন তিনি।
×