ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নামের আগে ডাক্তার না লেখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০০:৪২, ১৮ জানুয়ারি ২০২২

নামের আগে ডাক্তার না লেখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার ॥ হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের আগে ডাঃ না লেখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি। এর আগে স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন থেকে হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের আগে ডাঃ শব্দ লিখতে পারবেন না। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমিওপ্যাথি চিকিৎসক নেতারা অধিদফতরের সিদ্ধান্তটি বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক সম্প্রতি হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের আগে ডাঃ পদবি ব্যবহার করা যাবে না এমন নির্দেশনা দিয়ে বিএমডিসির আইন ২০১০ এর বরাতে চিঠি দিয়ে যে নির্দেশনা জারি করেছেন তা সঠিক নয়। এটি অনভিপ্রেত ও দুঃখজনক।
×