ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৮০ বছর পর্যন্ত বাঁচবে মানুষ!

প্রকাশিত: ২২:০৪, ১৮ জানুয়ারি ২০২২

১৮০ বছর পর্যন্ত বাঁচবে মানুষ!

দীর্ঘজীবী হতে কে না চায়? বন্ধু, পরিবার বা প্রিয় মানুষের সঙ্গে জীবনের সেরা মুহূর্তগুলো কাটাতে? সম্প্রতি নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৮০ বছর পর্যন্ত বাঁচতে পারবেন সাধারণ মানুষ। সম্প্রতি কানাডার মন্ট্রিলের বিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন। অধ্যাপক লিও বেলজিলি দাবি করেছেন, ২১০০ সালের মধ্যেই মানুষের পক্ষে ১৮০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হবে। এখন পর্যন্ত বিশ্বে দীর্ঘজীবী হয়েছিলেন ফ্রান্সের প্রবীণ জিন্নি কালমেট। ১২২ বছর পর্যন্ত জীবিত ছিলেন তিনি। ১৯৯৭ সালে তার মৃত্যু হয়েছিল। মানুষের বয়স নিয়ে গবেষণা চালান কানাডার বিজ্ঞানীরা। তারা জানান, বর্তমানে ‘ফার্স্ট লাইফ’-এর সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছে। অতীতে দেখা যেত, একজন ব্যক্তি গড়ে ৬০ থেকে ৮০ বছর বেঁচে থাকতেন। কিন্তু, এই সময় চক্র ঘুরছে। যদিও এই চিত্রও বদলে যেতে পারে বলে জানা যাচ্ছে। মানুষ ১৮০ বছর পর্যন্ত বাঁচতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রবীণরা একগুচ্ছ সমস্যায় পড়তে পারেন বলে গবেষকরা জানিয়েছেন। লিও জানিয়েছেন, মানুষ যত দীর্ঘজীবী হবেন তাদের শারীরিক সমস্যা তত বৃদ্ধি পেতে পারে।- ইয়াহু নিউজ
×