ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিনন্দন আইভীকে

প্রকাশিত: ২১:০৪, ১৮ জানুয়ারি ২০২২

অভিনন্দন আইভীকে

বাংলাদেশে এই প্রথম কোন মহিলা মেয়র তিন বার হ্যাটট্রিক বিজয় পেয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এমন বিজয়। গত রবিবারের নির্বাচনে তিনি ৬৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র আবরণে বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকারকে। বিজয়ী মেয়র তার এই বিজয় উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের মানুষকে। বহুল আলোচিত এই নির্বাচন নিয়ে শঙ্কা ছিল। সারা দেশের মানুষের দৃষ্টি ছিল বন্দর নগরীর দিকে। শেষ পর্যন্ত মানুষের ব্যাপক অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ সফল নির্বাচন সম্পন্ন হয়েছে। নেতিবাচক মন্তব্য করে আলোচিত একজন নির্বাচন কমিশনারও ‘সর্বোত্তম ভোট’ হিসেবে আখ্যায়িত করেছেন এই নির্বাচনকে। বার বার মানুষের মন জয় করার জন্য অভিনন্দন আইভীকে। সঠিক নেতা নির্বাচনের জন্য অভিনন্দন নারায়ণগঞ্জবাসীকে। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের এক ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে। তার বাবা ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহমেদ চুনকা। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তবে চুনকা পরিবারের উত্তরাধিকার হিসেবে নয়, নারায়ণগঞ্জের রাজনীতিতে নিজের কর্মকান্ড দিয়েই প্রতিষ্ঠিত হয়েছেন পেশায় চিকিৎসক এই নেত্রী। ডাক্তারী পেশায় জীবন শুরু হলেও ১৯৯৩ সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আইভী এই পদে বহাল ছিলেন। সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। নির্বাচনের পর আইভীকে আবার আওয়ামী লীগে ফিরিয়ে নেয়া হয়। ২০১৬ সালে দ্বিতীয় সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিএনপির শাখাওয়াত হোসেনকে পরাজিত করেছিলেন ৭১ হাজার ভোটে। প্রশ্ন হচ্ছে, বারবার কেন আইভীকে নারায়ণগঞ্জের মানুষ নেতা হিসেবে বেছে নিচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেছেন প্রচার মাধ্যমের কর্মীরা। এলাকাবাসী সরাসরি বলেছেন, আইভী সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। গত দশ বছরে তিনি নারায়ণগঞ্জ শহরকে গড়ে তুলেছেন পরিকল্পিত নগরী হিসেবে। আরও কিছু পরিকল্পনা রয়েছে বাস্তবায়নাধীন। এর মধ্যে শহরের ভেতর দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীর ওপর সেতু, নদীর দুই পাড় ঘিরে বিনোদন কেন্দ্র, ব্যবসা ভবন নির্মাণ ইত্যাদি। তার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ নেই। এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জের যানজট নিরসনে উদ্যোগ নেবেন। নগরীর কিছু কিছু এলাকায় রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা। শহরতলির পাড়া-মহল্লাগুলোর রাস্তাঘাট নির্মাণ, পানি সমস্যার সমাধান ইত্যাদি। নারায়ণগঞ্জবাসীর সঙ্গে আমাদেরও প্রত্যাশা, নির্বাচিত মেয়র আগামী পাঁচ বছরে এসব সমস্যার সমাধান করে মানুষের আস্থার মূল্য দেবেন।
×