ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিএইচ খানের সম্মানে সুপ্রীমকোর্টে বিচার বন্ধ

প্রকাশিত: ২১:০২, ১৮ জানুয়ারি ২০২২

টিএইচ খানের সম্মানে সুপ্রীমকোর্টে বিচার বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ সোমবার সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে সাবেক বিচারপতি টিএইচ খানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ অসংখ্য আইনজীবী। জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে নেয়া হয়। সেখানে আজ মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। টিএইচ খানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচার কাজ সোমবার বন্ধ রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে ১৬ জানুয়ারি সুপ্রীমকোর্টের প্রবীণতম আইনজীবী ও বরেণ্য আইনজ্ঞ সাবেক বিচারপতি তাফাজ্জাল হোসেন (টিএইচ) খান ইন্তেকাল করেন। এ দিন বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১০২ বছরে পা দেয়া খ্যাতিম্যান এই প্রবীণ আইনজীবীকে গুরুতর অসুস্থ অবস্থায় রবিবার ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতাসহ নিউমোনিয়ায় ভুগছিলেন।
×