ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২০:০১, ১৭ জানুয়ারি ২০২২

আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও দেশ বরেণ্য সাংস্কৃতি ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নুর করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার(১৭ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন আসাদুজ্জামান নূরের ব্যাক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম। তিনি জানান. গতকাল রবিবার করোনা পরীক্ষা করালে জানা যায়, তিনি করোনা পজিটিভ। শারীরিক তেমন কোনো জটিলতা নেই। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগেও নুর ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হন। আসাদুজ্জামান নুর গত ১২ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত ৪দিন নীলফামারী দিনাজপুর ও রংপুরে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়েছিলেন। ১৫ জানুয়ারী শনিবার রাত সারে ৯টার বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরেন ও সুস্থ ছিলেন। মোহম্মদ সেলিম জানান সংসদ অধিবেশনে যোগদানের জন্য গতকাল রবিবার করোনা পরীক্ষা করতে দেন। পাঁচ ঘণ্টা পরে তারা রিপোর্ট দেয়, করোনা পজিটিভ। স্যারের কোনো শারীরিক জটিলতা নেই। স্যার ভালো আছেন। শারীরিক পরীক্ষা করাতে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে নীলফামারী সদর আসনের একাধারে পঞ্চমবারের সংসদ সদস্য আসাদুজ্জামার নুর পুনরায় করোনা আক্রান্ত হওয়ায় তার দ্রুত সুস্থ্যতার জন্য এলাকার মসজিদে সোমবার বাদ আসর বিশেষ মোনাজান করা হয়।
×