ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত এক মায়ের দুই সন্তান ॥ সহকারী হাই কমিশনার

প্রকাশিত: ১৪:৫৮, ১৭ জানুয়ারি ২০২২

বাংলাদেশ-ভারত এক মায়ের দুই সন্তান ॥ সহকারী হাই কমিশনার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আমরা পরস্পরের প্রতি সহযোগীতায় বিশ্বাস করি। তিনি আরও বলেন, বর্তমানে করোনার প্রকোপ আরো বাড়ছে। করোনার ভয়াবহতা মোকাবেলা করতে ইউরোপীয় দেশগুলো হিমশিম খেয়েছিল। কিন্তু বরিশালের চিকিৎসকরা করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমারা সেই চেষ্টার একটি অংশ হলাম মাত্র। বরিশাল সিটি কর্পোরেশনে ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর অ্যানেক্স ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। এ অন্যান্যদের মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান উপস্থিত ছিলেন।
×