ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, জানাল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ১১:২৬, ১৭ জানুয়ারি ২০২২

ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, জানাল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়া তাদের রাজধানী শহর পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে দু’টি স্বপ্ল-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। সোমবার ছোড়া ক্ষেপণাস্ত্র দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। এই নিয়ে চলতি মাসে এ পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। জাপান সরকারও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আরও তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে দু’টি পরীক্ষা ছিল ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের’, এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির ও সুনিয়ন্ত্রিত। শুক্রবার সর্বশেষ পরীক্ষায় ট্রেন থেকে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ছুড়েছিল তারা।
×