ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপপ্রচারকারীদের তালিকা

প্রকাশিত: ২১:৩২, ১৭ জানুয়ারি ২০২২

অপপ্রচারকারীদের তালিকা

বিদেশে বসে যে বা যারা নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে, এবার তাদের তালিকা তৈরি করছে সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে বিদেশের বাংলাদেশ দূতাবাসসমূহকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কাতার ও সুইডেন- এই ৫টি দেশের কতিপয় বাংলাদেশী, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও অপতৎপরতায় লিপ্ত, তাদের ওপর করা হচ্ছে তীক্ষ্ম নজরদারি। তদন্তে কয়েকজনের নামও বেরিয়ে এসেছে। অপতৎপরতাকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও সরকারের বিবেচনাধীন। ইতোমধ্যেই সংশ্লিষ্টদের বাংলাদেশী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। বিভিন্ন টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব ব্যবহার করে যারা ভুয়া ছবি ও ভিডিওর মাধ্যমে দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত, তাদের ওপর নজরদারি করছে বিটিআরসি ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। ইতোমধ্যে ৫ হাজার আপত্তিকর লিঙ্ক অপসারণ করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে অর্থের যোগানদাতাদেরও। মূলত এসবের পেছনে রয়েছে বিভিন্ন দেশে পলাতক বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও যুদ্ধাপরাধী গোষ্ঠী, যারা বাংলাদেশের ভাল চায় না কোনদিন। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সমৃদ্ধিতে ঈর্ষাণি¦ত হয়ে দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের অপচেষ্টা থামছে না কিছুতেই। ফেসবুক, টুইটার, ইন্টারনেট এমনকি আল জাজিরা টেলিভিশন চ্যানেলেও বাংলাদেশকে ঘিরে নানা মিথ্যা, বানোয়াট, ভুয়া, অসত্য খবর তথা গুজব ছড়ানো হচ্ছে নানা সময়ে নানা উপায়ে। পাকিস্তানসহ দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা এমনকি মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, করোনা মহামারী, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি অবলম্বন করে নানা রকম গুজব ও অসত্য তথ্য অনবরত প্রচার করেই চলেছে। পুলিশের সাইবার অপরাধ মনিটরিং সেল নিয়মিত নজরদারি চালিয়েও দেশে-বিদেশে অবস্থানরত গুজব সৃষ্টিকারীদের অপতৎপরতা থামাতে পারছে না। বেশ কয়েকজনকে গ্রেফতারসহ কয়েকটি সাইট বন্ধ করেও থামানো যায়নি দেশবিরোধীদের অপতৎপরতা। বরং নতুন নতুন ইস্যু বের করে তারা মেতে উঠেছে নতুন ষড়যন্ত্র ও চক্রান্তে। মূলত এরা বাংলাদেশবিরোধী মৌলবাদী জঙ্গীগোষ্ঠীসহ উগ্র ডান-বাম এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদপুষ্ট বিএনপি-জামায়াতের দোসর, যারা বাংলাদেশের ভাল চায় না কোনদিন। ইতোপূর্বে দেশবাসীকে বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সর্বদা সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের মানুষ যখন ভাল আছে। ভাল থাকে, দেশ থাকে উন্নয়ন ও অগ্রগতির পথে প্রতিনিয়ত ধাবমান, তখন ঈর্ষাকাতর কেউ কেউ বা কোন গোষ্ঠী নানা হীন চক্রান্ত ও ষড়যন্ত্রের অপচেষ্টায় লিপ্ত থাকে। আঘাত আসতে পারে তাদের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে বলেন, এ রকম আঘাত এসেছে ১৯৭৫ সালেও, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে সমৃদ্ধির পথে- তাঁকে সপরিবারে হত্যাসহ জাতীয় চার নেতাকে নৃশংস ও মর্মান্তিকভাবে হত্যার মাধ্যমে। মূলত দেশী-বিদেশী এসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধেই সর্বদা সতর্ক ও সাবধান থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তাঁর প্রিয় দেশবাসীকে। তারা যেন যে কোন চক্রান্ত, ষড়যন্ত্র রুখে দেন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থেকে। আশার কথা এই যে জনগণ এ বিষয়ে সর্বদা সজাগ ও সচেতন।
×