ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চোর সন্দেহে ফাঁস দিয়ে হত্যা করা হয় রুবেলকে, ২ দারোয়ান গ্রেফতার

প্রকাশিত: ২১:২৭, ১৭ জানুয়ারি ২০২২

চোর সন্দেহে ফাঁস দিয়ে হত্যা করা হয় রুবেলকে, ২ দারোয়ান গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সরকারী বাংলা কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের পঞ্চমতলার একটি কক্ষ থেকে উদ্ধার লাশের পরিচয় তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছে এবং খুনের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ জানায়, খুনের শিকার ব্যক্তির নাম রুবেল মিয়া। তার গ্রামের বাড়ি লালমনিরহাট সদরে। চোর সন্দেহে তাকে পিটিয়ে এবং গলায় ফাঁস দিয়ে হত্যা করে নির্মাণধীন ভবনের দুই দারোয়ান আব্দুল জলিল ও আব্দুল মান্নান। পরে তাদের গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগ। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাইবার এ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গত ৫ জানুয়ারি সকাল ১০ টার পর থেকে নিখোঁজ ছিলেন রুবেল মিয়া।
×