ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আতশবাজি ও ফানুস বন্ধে হাইকোর্টে রিট

প্রকাশিত: ২১:২৬, ১৭ জানুয়ারি ২০২২

আতশবাজি ও ফানুস বন্ধে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ নববর্ষে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাখায় এ্যাডভোকেট মিজানুর রহমান এ রিট দায়ের করেন। রিটে নববর্ষ বা উৎসবে শহর এলাকায় ফানুস ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ চাওয়া হয়েছে। সেই সঙ্গে থার্টি ফার্স্টে আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। উল্লেখ্য ইংরেজী নববর্ষ উদ্নে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় রাজধানীর অন্তত ছয়টি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এছাড়া থার্টিফার্স্ট নাইটে অনেকের ফোটানো পটকা ও আতশবাজির তীব্র শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে এক শিশু তানজিন উয়ায়ের মারা যায়। ছয়টি ঘটনার মধ্যে দুটি আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে। বাকি চারটি ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই স্থানীয়রা নিভিয়ে ফেলেন। তবে ফায়ার সার্ভিসের হিসেবের বাইরেও ফানুস থেকে আরও কয়েকটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেগুলো মুহূর্তে নিভিয়ে ফেলায় এবং ফায়ার সার্ভিসকে না জানানোর কারণে সামনে আসেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ফানুস থেকে রাজধানীর মোট ছয়টি স্থানে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কাছে রয়েছে। তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগ, মিরপুর ও খিলগাঁওয়ে ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি আবাসিক ভবনে আর ধোলাইখালে কয়েকটি দোকানে লাগা আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছিল। বাকি আগুনের ঘটনায় কাজ করতে হয়নি। থার্টিফার্স্ট নাইট ও ইংরেজী নববর্ষ উদযাপন ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পটকা বা আতশবাজি ফোটানোয় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা অমান্য করেই পুরনো বছর বিদায় ও নতুন বছরকে বরণ করতে দেখা গেছে। একযোগে ফোটানো হয় পটকা বা আতশবাজি। আর তাতে বিকট শব্দে কেঁপে কেঁপে ওঠে গোটা মহানগরী। ফানুসের আগুন ছিটকে পড়ে বিভিন্ন এলাকার বাসাবাড়িতে। কেউ কেউ এ আনন্দকে উপভোগ করলেও অনেকের কাছে তা ছিল বিরক্তির। অন্যদিকে ইংরেজী নববর্ষ উদ্যাপন উপলক্ষে থার্টিফার্স্ট নাইটে অনেকের ফোটানো পটকা ও আতশবাজির তীব্র শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে এক শিশু মারা গেছে । সাড়ে চার মাস বয়সী ওই শিশুর নাম তানজিম উমায়ের। সে জন্ম থেকেই হৃদরোগে ভুগছিল। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা শিশুটির বাবা ইউসুফ রায়হান অভিযোগ করেছেন, ইংরেজী নববর্ষ উদ্যাপনে রাজধানীজুড়ে যে আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে, সেই শব্দে তার অসুস্থ ছেলে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এই ঘটনায় তার স্বাস্থ্যের অবনতি হয়। পরদিন তাকে হাসপাতালে নিলে সে মারা যায়।
×