ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে কোচ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, ২ জন নিহত

প্রকাশিত: ১৬:৩৩, ১৬ জানুয়ারি ২০২২

দিনাজপুরে কোচ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, ২ জন নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়িতে শ্যামলী পরিবহনের কোচ ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক জন। রবিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই জন হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার আফতাবউদ্দীনের ছেলে অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার আফাজ উদ্দীনের ছেলে অটোরিকশার যাত্রী ইসাহাক আলী (৬০)। আহত হয়েছে অটোরিকশার অপর যাত্রী মিনহাজুল ইসলাম (১৪)। স্থানীয় লোকজন জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস দুপুর সাড়ে ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার দৌলতপুর নামক স্থানে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক দেলোয়ার হোসেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান যাত্রী ইসাহাক আলী। আহত আরেক যাত্রী মিনহাজুল ইসলামকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, কোচটি আটক করা হয়েছে। তবে কোচটির চালক ও স্টাফরা পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
×