ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় এতিমখানা নির্মানে বাঁধা দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১৫:৫০, ১৬ জানুয়ারি ২০২২

পটিয়ায় এতিমখানা নির্মানে বাঁধা দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ পটিয়া পৌরসভার বৈলতলী রোড সংলগ্ন আলম শাহ্ সড়কে হাছী আবদুছ ছাত্তার জামে মসজিদের আওতাধীন এতিমখানা ও হেফজ্খানা নির্মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি কিশোর গ্যাং চক্র। ফারজানা আকতার নামের এক মহিলার নিয়ন্ত্রনাধীন কিশোর গ্যাংটি এতিমখানা নির্মানে বাঁধা সৃষ্টি সহ সম্প্রতি এতিমখানার বাউন্ডারী ওয়াল ও ঘর ভাংচুর করেছে। রবিবার সকালে পটিয়ার একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির লোকজন ও স্থানীয় মুসল্লিরা এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে মসজিদ কমিটির মোতয়াল্লী হাজী আবুল কালাম জানান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের দানশীল ব্যাক্তি প্রবাসী হাজী আবুল বশর এলাকায় মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে হাজী আবদুছ ছাত্তার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এছাড়া গরীব শিশু, কিশোরদের দ্বীনি শিক্ষা প্রদানের জন্য একটি এতিমখানা ও হেফজখানা নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় এলাকার মরহুম দুদু মিয়ার তিন পুত্রের প্রাপ্য সম্পত্তি থেকে মাহমুদুর রহমান নামের একপুত্র হতে ২.৪০ শতক জায়গা ক্রয় করেন। এর মধ্যে ভাটিখাইন এলাকার মুছাসহ ৪ জন দুদু মিয়ার দুইপুত্র থেকে এ স্থান থেকে কিছু জায়গা ক্রয় করেন। পৌরসভার মেয়রসহ প্রশাসনকে বিষয়টি অবহিত করলে এ বিষয়ে পৌর কাউন্সিলর গোফরান রানা, শফিকুর রহমান, কামাল উদ্দিন বেলাল এবং হুইপের ভাই নবাব ও সাবেক কমিশনার হাসান মুরাদসহ গণ্যমান্য ব্যক্তিগণ ভূমি পরিমাপ করে উভয় পক্ষের জায়গায় সীমানা প্রাচীর দেন। এতে এতিমখানা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেন।
×