ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাঁশখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত: ১৫:৪৪, ১৬ জানুয়ারি ২০২২

বাঁশখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনে ভোটারদের বাধা, নৌকা প্রতীকের এজেন্ট কর্মীরা সাধারণ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও ইবি,এম ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে এনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (মোবাইল প্রতীকের) ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের সংঘাত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। রবিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহনের ৩ ঘন্টার মধ্যে বেলা ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সন্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া স্বতন্ত্র প্রার্থী হলেন, বাঁশখালী পৌরসভা বি,এনপি নেতা ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী (মোবাইল ফোন প্রতীক)। এ সময় তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার ভোটারদেরকে বলা হচ্ছে কাউন্সিলরদের ভোট দিয়ে দিয়েছেন এটাই শেষ। মেয়র পদে মোবাইলে ভোট দেওয়ার দরকার নাই। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে নৌকা প্রতীকের লোকজন আমার এজেন্টদের বের করে দিয়েছে। নৌকার প্লেকার্ড ব্যবহার করে কিছু বহিরাগত লোকজন আমার ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর বলছে তোমার দুইটি ভোট দেওয়া হয়েছে। আরেকটি ভোট দেওয়া লাগবে না। তিনি আরও বলেন, আমি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়েছি। দীর্ঘক্ষণ সেখানে ছিলাম। অনিয়মের কথা প্রিজাইডিং অফিসারকে বলেছি। তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গোপন কক্ষে ভোট কারচুপি করে নিয়ে নিচ্ছে। ১১ টি কেন্দ্রে সব কেন্দ্রের ভোটারদের অভিযোগ তাদেরকে নৌকা প্রতিকের লোকজন ভোট দিতে দিচ্ছে না। এভাবে তামাশার নির্বাচন হবে তা কল্পনা করিনি। আমি আপনাদের মাধ্যমে ভোট বর্জন করলাম।
×