ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাড়ছে শীত ১ সপ্তাহ পর বৃষ্টির আভাস

প্রকাশিত: ০০:২৮, ১৬ জানুয়ারি ২০২২

বাড়ছে শীত ১ সপ্তাহ পর বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে সার্বিক তাপমাত্রা কমায় বাড়ছে শীতের অনুভূতি। এ অবস্থা আরও এক সপ্তাহ অব্যাহত থাকার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দেশজুড়ে শীতল অবস্থা এক সপ্তাহ থাকতে পারে। ২৩ জানুয়ারির দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, শনিবার রাত থেকেই সারাদেশে গড় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনাসহ কিছু এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রী সেলসিয়াস জানিয়ে এ কর্মকর্তা বলেন, আবহাওয়া অধিদফতরের এ কেন্দ্রে তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে, তবে দেশের অন্য কোথাও তাপমাত্রা দশের নিচে নেই। এ কারণে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে ধরা যায় না। যদিও শীতের অনুভূতি বাড়ছে। দিন ও রাতের তাপমাত্রার তারতম্য কম জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, দেশে রাতের তাপমাত্রা যেখানে ৮.৯ থেকে ১৯ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, সেখানে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ২৫.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। রাত ও দিনের সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে এ তারতম্য ১০ ডিগ্রী সেলসিয়াসের কম। এমন অবস্থায় দেশে শীতল ভাব থাকে।
×