ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চালক-শ্রমিকদের টিকা দিতে চালু হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম

প্রকাশিত: ০০:২৪, ১৬ জানুয়ারি ২০২২

চালক-শ্রমিকদের টিকা দিতে চালু হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার ॥ গণপরিবহনের চালক-শ্রমিকদের টিকার আওতায় আনতে ক্র্যাশ প্রোগ্রাম চালু হচ্ছে। এ জন্য তালিকা তৈরির কাজ চলছে। তালিকা প্রস্তুত হলেই টার্মিনালগুলোতে চালক-শ্রমিকদের করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘পরিবহন নেতাদের দাবি ছিল চালক-শ্রমিকদের যেন জরুরী ভিত্তিতে টার্মিনালগুলোতে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়। সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। তালিকা করার জন্য বলেছি, দ্রুত সময়ের মধ্যে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় একদিনের মধ্যে প্রথম ডোজ দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। তালিকা প্রণয়নের কাজ চলছে। এটা শেষ হলে টিকা দেয়া শুরু হবে।’ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বৃহস্পতিবার থেকে চালক-শ্রমিকদের তালিকা করা হচ্ছে। টার্মিনালেই তাদের টিকা দেয়া হবে।’
×