ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পবিস’র পরিচালক পদের নির্বাচন বাতিল দাবি

প্রকাশিত: ২৩:০১, ১৬ জানুয়ারি ২০২২

পবিস’র পরিচালক পদের নির্বাচন বাতিল দাবি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ শাহজাদপুর ৬ অঞ্চলের পরিচালক পদে ষড়যন্ত্রমূলকভাবে গ্রাহকদের দ্বৈত ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকায় অনুষ্ঠিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করেছেন পরিচালক পদে চেয়ার প্রতীকের প্রার্থী মোঃ ওমর ফারুক। শনিবার বিকেলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ উল্লাপাড়া আরএস কার্যালয়ে মোঃ ওমর ফারুক এ আবেদন করেছেন। এ বিষয়ে মোঃ ওমর ফারুক জানান, ‘আমাকে কৌশলে হারিয়ে দিতে দ্বৈত ভোটার তালিকা তৈরি করে এ বিতর্কিত নির্বাচন করা হয়েছে। অবিলম্বে প্রশ্নবিদ্ধ এ নির্বাচন বাতিল করে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ও নতুন তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’ অন্যদিকে, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ এর এজিএম (সদস্য সেবা) ও নির্বাচন কমিশন সদস্য মোঃ তুহিন রেজা জানান, ‘এ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। আবেদনটি নির্বাচন কমিশন প্রধান বরাবর পাঠানো হবে।’
×