ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভেজাল ঘি জব্দ, আটক ১

প্রকাশিত: ২২:৫৬, ১৬ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে ভেজাল ঘি জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি তৈরি, অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায়ে একাধিকবার জরিমানা করা হলেও থামছে না ভেজাল খাদ্য উপকরণ তৈরি। নিম্নমানের বিষাক্ত খাদ্য উপকরণ, পাম অয়েল এবং কোন প্রকার দুধের উপাদান ছাড়াই ভেজাল ঘি তৈরি হচ্ছে চট্টগ্রামে। র ্যাব অভিযান চালিয়ে এমন এক কারখানার সন্ধান পেয়েছে, যারা এর আগেও ভ্রাম্যমাণ আদালতের প্রায় ২৩ লাখ টাকা জরিমানার মুখোমুখি হয়েছিল। শনিবার সকালে র ্যা ব জনসংযোগ শাখা জানিয়েছে, চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প নগরীতে বিএসপি ফুডস প্রোডাক্টস প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি জব্দ করেছে।
×