ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহেশপুর সীমান্তে আটক ২২

প্রকাশিত: ২২:৫১, ১৬ জানুয়ারি ২০২২

মহেশপুর সীমান্তে আটক ২২

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালের কানাইডাঙ্গা সীমান্তের একটি মেহগনি বাগানের শূন্য লাইন থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, বিনা পাসপোর্টে অভৈধভাবে ভারতে যাওয়ার সময় ২২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৩ পুরুষ, ৪ নরী ও ৫ জন শিশু রয়েছে। আটককৃতরা হলো আনোয়ার গাজী, তার স্ত্রী সখিনা বেগম, মেয়ে রুকাইয়া গাজী, ছেলে আব্দুল্লাহ, শিখারানী সমাজপতী, মেয়ে রিয়া সমাজপতী, ছেলে তীপ্ত সমাজপতী, আন্না খাতুন, ঊষারানী মন্ডল, আলম মন্ডল, সুমন মিয়া, খোকন দাস, সেবুল মিয়া, সাইফুল আলম, রাজা, তরিকুল ইসলাম, জিয়াউর রহমান, তপন বাওয়ালী, হুমায়ূন কবীর, রাকিবুল ইসলাম এবং জমির আহম্মেদ। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
×