ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আসামি ধরতে গিয়ে পা ভেঙ্গে ওসি হাসপাতালে

প্রকাশিত: ২২:৪৮, ১৬ জানুয়ারি ২০২২

আসামি ধরতে গিয়ে পা ভেঙ্গে ওসি হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ আসামি ধরতে গিয়ে পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির। তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় এসব তথ্য সিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, উপজেলার মিরপুর তিতারকোনা গ্রামের ইয়াকুব উল্লাহর ছেলে সাহেব আলী নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গত শুক্রবার দুপুরে আলমগীর কবীরের নেতৃত্বে তিতারকোনা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সাহেব আলীকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন তাকে ধাওয়া দিলে পা ফসকে পড়ে যান ওসি (তদন্ত) আলমগীর কবীর। এতে তার পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়।
×