ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিকা না নিলে চাকরি যাবে

প্রকাশিত: ২২:২৮, ১৬ জানুয়ারি ২০২২

টিকা না নিলে চাকরি যাবে

সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কর্মরত যেসব কর্মী এখনও টিকার কোন ডোজ নেননি, তারা সবাই চাকরি খোয়ানোর ঝুঁকিতে আছেন। টিকাদানের আওতা বাড়াতে দেশটির সরকার সম্প্রতি যে নীতি নিয়েছে, তার ফলেই এই ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, এতদিন সিঙ্গাপুরে যেসব কর্মী করোনা টেস্টে নেগেটিভ হিসেবে শনাক্ত হতেন, তাদেরকে টিকা নেয়ার জন্য চাপ দেয়া হতো না; কিন্তু শুক্রবার এই নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার। যেসব কর্মী এখন পর্যন্ত করোনা টিকার কোন ডোজ নেননি, অফিসের বাইরে থেকে যদি তারা কাজ করতে না পারেন, সেক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা হবে।
×