ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন

প্রকাশিত: ২২:২৭, ১৬ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন

যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে নিউজার্সির প্যাসাইকের ওই রাসায়নিক কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তিনতলা ভবনটিতে আগুন লাগে। ঘটনাস্থল থেকে লাইভ-স্ট্রিমিং করা একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ১১টি কোম্পানির প্রায় ২০০ অগ্নিনির্বাপণকর্মী। প্যাসাইক ফায়ার চীফ প্যাট্রিক ট্রেন্টাকোস্ট সিনিয়র বলেছেন, আগুন এখনও ক্লোরিন প্ল্যান্টের মূল অংশে পৌঁছায়নি। অগ্নিনির্বাপণকর্মীরা এজন্য প্রশংসার দাবিদার। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্যাট্রিক ট্রেন্টাকোস্ট সিনিয়র ভবনের ছাদ ও উপরের তলায় ভারি ধোঁয়া ও আগুনের শিখার কথা জানিয়েছেন। প্যাসাইকের মেয়র হেক্টর কার্লোস লোরা জানিয়েছেন, আহত একজন অগ্নিনির্বাপণ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×