ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্যাপন

প্রকাশিত: ২১:৫৬, ১৬ জানুয়ারি ২০২২

নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদ্যাপন করল সত্যেন শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে গোষ্ঠীর কক্সবাজার জেলা সংসদ শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান থেকে কবিতা নাচ ও গানের ভাষায় কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়। কবির অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ ঘিরে ছিল সমস্ত আয়োজন। কক্সবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী সুইট। বক্তব্য রাখেন কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সভাপতি মোঃ খোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির মোবারক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়ন্তন ভট্টাচার্য্য। আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন চির বিদ্রোহী। ‘বিদ্রোহী’ কবিতার মধ্য দিয়ে সকল অন্যায় অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। এমন সাহসী উচ্চারণে স্পষ্ট ভাষায় খুব কম কবিই নিজেকে প্রকাশ করতে পেরেছেন। কবির ‘বিদ্রোহী’ কবিতা আজও অন্যায় অসুন্দর অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার অনুপ্রেরণা যোগায়। বিগত ১০০ বছরের মতো ভবিষ্যতেও এ কবিতা সংগ্রামী আত্মার প্রতিধ্বনি করবে বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে শ্রুতি আবৃত্তি অঙ্গন ও তানভীর সরওয়ার রানা। এছাড়াও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গীত বিভাগ ও নৃত্য বিভাগের শিল্পীদের পরিবেশনায় ছিল সঙ্গীত ও নৃত্যায়োজন। সব মিলিয়ে চমৎকার একটি আয়োজন। রাজধানীর বাইরে এমন আয়োজন আরও হোক সকলের তাই প্রত্যাশা।
×