ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নার্স দিয়ে প্রসূতির অস্ত্রোপচার, কেটে ফেলল নবজাতকের কপাল

প্রকাশিত: ২১:৫৬, ১৬ জানুয়ারি ২০২২

নার্স দিয়ে প্রসূতির অস্ত্রোপচার, কেটে ফেলল নবজাতকের কপাল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় নবজাতকের কপাল কেটে ফেলেছেন নার্স। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে আল-মদিনা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। পরে প্রসূতি ও নবজাতককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের কপালে নয়টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ওই নার্স এবং ক্লিনিক মালিককে আটক করেছে পুলিশ। এ ঘটনা শুনে ওই হাসপাতালে ছুটে যান ফরিদপুরের সিভিল সার্জন মোঃ ছিদ্দীকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বেসরকারী এ হাসপাতালটি শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। ওই প্রসূতির নাম রূপা বেগম (২২)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দক্ষিণ ময়েজউদ্দিন মন্ডলপাড়া গ্রামের শফিক খানের (২৯) স্ত্রী। শফিক খান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। এ শিশুটিই ছিল এ দম্পতির প্রথম সন্তান।
×