ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাল সনদ তৈরির কারিগর গ্রেফতার

প্রকাশিত: ২১:৩৯, ১৬ জানুয়ারি ২০২২

জাল সনদ তৈরির কারিগর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করতো মোঃ শহিদুল ইসলাম (৪৭)। এমনকি তার কম্পিউটারের দোকানে বসেই বানাতো বিআরটিএর প্রাপ্তি রশিদ ও টিন সনদ। অবশেষে এই জাল সনদ তৈরির কারিগর র‌্যাবের জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার গভীররাতে মিরপুর নিজস্ব কম্পিউটার দোকান থেকে শহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে পাবলিক পরীক্ষার তিনটি জাল সার্টিফিকেট, বিআরটিএর জাল প্রাপ্তি রশিদ, পাঁচটি জাল টিন সনদপত্র, ল্যাপটপ, দুটি মনিটর, চারটি সিপিইউ, দুটি প্রিন্টার, চারটি মাউস, স্ক্যানার, টেলিফোন, দুটি কি-বোর্ড ও দুটি সিল জব্দ করা হয়। শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
×