ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিধিনিষেধ প্রতিপালনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ১৯:১৫, ১৫ জানুয়ারি ২০২২

বিধিনিষেধ প্রতিপালনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন রিপোর্টার ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার জারিকৃত বিধিনিষেধ তদারকিতে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন তারা। শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরের পাহাড়তলী বাজার, অলংকারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। মুখে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২টি মামলায় জরিমানা আদায় করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতা তৈরিতে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। সুবল চাকমা বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের পাহাড়তলী বাজার, অলংকার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টি মামলা দেওয়া হয়। এছাড়াও মাস্ক বিতরণের পাশাপাশি তাদেরকে সর্তক করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেছেন।
×