ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরের দুইটি পৌরসভায় ভোট ॥ ইভিএমে ভোট দেবেন ৭২ হাজার ভোটার

প্রকাশিত: ১৬:৪৬, ১৫ জানুয়ারি ২০২২

নাটোরের দুইটি পৌরসভায় ভোট ॥ ইভিএমে ভোট দেবেন ৭২ হাজার ভোটার

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ আগামী ১৬ জানুয়ারি নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরআগে শুক্রবার দিবাগত রাতে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। রবিবার সারাদিন দুইটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭২ হাজার ৭১ জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিল পদে ৬৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০টি ভোট কেন্দ্রে পুরুষ ভোটার সংখ্যা ৩০ হাজার ৬৮১ জন, নারী ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০৫ জন। নাটোর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন উমা চৌধুরী জলি(নৌকা), শেখ এমদাদুল হক আল মামুন (নারিকেল গাছ), সাজেদুল আলম খান চৌধুরী বুড়া চৌধুরী (মোবাইল ফোন) মার্কা, নুরুন্নবী মৃধা (লাঙ্গল), রফিকুল ইসলাম (হাত পাখা), মাহবুবুল আলম(হাতুড়ি)। অপরদিকে, বাগাতিপাড়া পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে মোট ৮ হাজার ৫৮৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাগাতিপাড়া পৌরসভায় মেয়র পদে লড়ছেন শাহীদা খাতুন (নৌকা), শরিফুল ইসলাম আমিরুল ইসলাম (জগ মার্কা), মুয়মুর সুলতান (নারিকেল গাছ মার্কা) ও আমিরুল ইসলাম (মোবাইল মার্কা)। বাগাতিপাড়া পৌরসভায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারের শেষ দিনে নির্বাচন কমিশন থেকে নমুনা ভোটের ব্যবস্থা করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ভোটের দিন দুই পৌরসভায় চার স্তরবিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মজিদ জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এ ছাড়া পুলিশ, ডিবি পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং ব্যাটালিয়ন আনসার থাকবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম জানান, ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হযেছে। ইভিএমে ভোট দিতে যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য নমুনা ভোটের ব্যবস্থা করা হয়েছে।
×