ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হস্তান্তরের আগেই...

প্রকাশিত: ২৩:৫৫, ১৫ জানুয়ারি ২০২২

হস্তান্তরের আগেই...

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের জন্য নবনির্মিত সরকারী বাসভবন হস্তান্তরের আগেই ছাদ চুইয়ে পানি পড়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন।জানা গেছে, এলজিইডির তত্ত্বাবধানে ২০১৬-১৭ অর্থবছরে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার ব্যয়ে ইউএনও’র সরকারী বাস ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। শুক্রবার সকালে ইউএনও আমীনুল ইসলাম বলেন, বৃষ্টি হলে নতুন নির্মিত ভবনের ছাদ চুইয়ে পানি, প্লাম্বিংয়ের পাইপ ও সিলিং ফ্যানের পয়েন্ট দিয়ে ছাদের পানি পড়ে দেয়াল নষ্ট হচ্ছে। বিষয়টি উল্লেখ করে চিঠির মাধ্যমে এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। তারই প্রেক্ষিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন বুধবার সকালে নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন।
×