ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ দেশে ফিরছেন মুমিনুলরা

প্রকাশিত: ২২:৫৬, ১৫ জানুয়ারি ২০২২

আজ দেশে ফিরছেন মুমিনুলরা

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে ইতিহাসগড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ দেশে ফিরছে। মাউন্ট মঙ্গানুইয়ে ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে দিয়ে সফর শুরু করেছিল টাইগারা। প্রথম টেস্টে মুমিনুলরা পেয়েছিল ৮ উইকেটের অবিস্মরণীয় এক জয়। যে কোন ফরমেটের ক্রিকেটে কিউইদের মাটিতে এটি প্রথম সাফল্য। পেসার এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে পাওয়া ওই সাফল্যে অবশ্য ধরে রাখতে পারেনি অতিথিরা। ক্রাইস্টচার্চের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে হারে মুমিনুলের দল। ১-১এ সিরিজ ড্র হয়। সফরে কঠিন করোনা প্রোটোকল, ঝাক্কি-ঝামেলা কম ছিল না। মাউন্ট মঙ্গানুইয়ে ২৮-২৯ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচের পর সেখানেই ১-৫ জানুয়ারি বছরের প্রথম দিন ইতিহাসগড়া সেই ম্যাচ খেলে টাইগাররা। ৯ তারিখ ক্রাইস্টচার্চে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট শেষ হয় তিন দিনেই। দেশে ফিরে খুব একটা ফুসরত পাচ্ছেন না ক্রিকেটাররা। ২১ জানুয়ারি শুরু ঘরোয়া টি২০র জমজমাট আসর বিপিএল। নিউজিল্যান্ড সরকারের কঠিন করোনাবিধির কারণে দীর্ঘ এ সফরের শুরুতে হাঁপিয়ে উঠেছিল ক্রিকেটাররা। পরিস্থিতি এতটা বাজে রূপ নিয়েছিল, যে কেউ কেউ না খেলেই দেশে ফেরার চিন্তাও নাকি করছিলেন। বোর্ড প্রধান নাজমুল হাসানই সেটি জানিয়েছিলেন। অথচ মাঠে নেমেই অবিস্মরণীয় নৈপুণ্য উপহার দেয় মুমিনুল বাহিনী। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবালের মতো তারকাকে ছাড়াই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারায় ৮ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচের পঞ্চম দিন পর্যন্ত ডমিনেট করে খেলে টাইগাররা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ৪৫৮ রান করে বাংলাদেশ। দারুণ ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয় (৭৮), নাজমুল হাসান শান্ত (৬৪), মুমিনুল (৮৮) ও লিটন দাস (৮৬)। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৬৯ রানে। ৬ উইকেট নেন এবাদত, তাসকিন ৩টি। জয়ের জন্য বাংলাদেশের সামনে মাত্র ৪০ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর উপমহাদেশের কোন দল হিসেবে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারানোর কৃতিত্ব দেখায় টাইগাররা।
×