ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে পালিয়ে বেড়াচ্ছেন ব্রিটিশ কাউন্সিলের শিক্ষকেরা

প্রকাশিত: ২২:৫০, ১৫ জানুয়ারি ২০২২

আফগানিস্তানে পালিয়ে বেড়াচ্ছেন ব্রিটিশ কাউন্সিলের শিক্ষকেরা

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ব্রিটিশ কাউন্সিলে কাজ করা শিক্ষকরা তালেবানের ভয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ববিসি জানায়, ব্রিটিশ কাউন্সিলের শতাধিক কর্মী এখনও আফগানিস্তানে অবস্থান করছেন। তারা যুক্তরাজ্য যাওয়ার অনুমতি এখনও পাননি। তাদের একজন বিবিসিকে বলেন, ‘আমরা সবাই ঘরের ভেতর লুকিয়ে থাকি, অনেকটা কারাগারের মতো।’ আরেকজন জানান, তাদের হাতে থাকা অর্থ ফুরিয়ে আসছে।এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, নতুন একটি স্কিমে আফগানিস্তান থেকে হাজারের বেশি মানুষকে যুক্তরাজ্য নিয়ে যাওয়া হবে। ওদিকে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক/কর্মীরা চাইলে নতুন করে চালু করা ‘আফগান সিটিজেন্স রিসেটেলমেন্ট স্কিম’ এ আবেদন করতে পারবেন। গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।
×