ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগদাদের গ্রীন জোনে চার দফা রকেট হামলা

প্রকাশিত: ২২:৪৮, ১৫ জানুয়ারি ২০২২

বাগদাদের গ্রীন জোনে চার দফা রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা-গ্রীন জোনে মার্কিন দূতাবাসের কাছে ফের চার দফা রকেট হামলা হয়েছে। এতে শিশুসহ তিনজন বেসামরিক লোক আহত হয়েছে বলে জানা গেছে। ইরাকের দুই নিরাপত্তাবিষয়ক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে এ তথ্য। জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের এলাকার মধ্যে তিনটি মিসাইল নিক্ষেপ করা হয়। আরেকটি হামলা চালানো হয় একটি আবাসিক কমপ্লেক্সের ভেতরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে। নাম না প্রকাশ করার শর্তে ওই দুই নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা এসব তথ্য জানান, কারণ তাদের গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতি নেই। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের ডোরা এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছিল। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দূতাবাসের সি-র ্যাম প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলোতে প্রতিহত করার কথাও জানান তিনি। বাগদাদের গ্রীন জোনে বিদেশী দূতাবাসগুলো অবস্থিত। প্রায় সময় দূতাবাস ও সরকারী ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।২০২০ সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার পর থেকে বাগদাদের গ্রীন জোন বারবার রকেট হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার, ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালানো হয়েছে।
×