ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিটিয়ে দুই যুবক হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৪, ১৫ জানুয়ারি ২০২২

পিটিয়ে দুই যুবক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলার ইলমদীবাগ এলাকায় সোনারগাঁও উপজেলার বস্তল গ্রামের দুই যুবকসহ তিনজনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার প্রতিবাদে মদনপুর-আড়াইহাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। খবর পেয়ে পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ২ ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এলাকাবাসী জানায়, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকায় কারখানার শ্রমিক নিয়ে আসার জন্য বৃহস্পতিবার ভোরে বাসা থেকে লেগুনা নিয়ে বের হয়। পরে স্বজনরা খবর পায় তাদের ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ছেলে হত্যার বিচার চাইতে এসে নিহত জহিরুল ইসলামের বাবা হাবিবুর রহমান কান্নারত অবস্থায় বলেন, আমার ছেলে ভোর ৪টায় গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি তাকে ইলমদী এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। নিহত নবী হোসেনের বাবা মোসলেম মিয়া বলেন, আড়াইহাজার এলাকার মফিজের সঙ্গে শত্রুতার কারণে তিনজনকে ডাকাত বলে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই বিষয়টি বেরিয়ে আসবে।
×