ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জরায়ুমুখ ক্যান্সারের ফ্রি স্ক্রিনিং শুরু আজ

প্রকাশিত: ২২:৪৪, ১৫ জানুয়ারি ২০২২

জরায়ুমুখ ক্যান্সারের ফ্রি স্ক্রিনিং শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের নারীদের রোগের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থানে জরায়ু মুখের ক্যান্সার। প্রাথমিক অবস্থায় নির্ণয় হলে এর নিরাময় সম্ভব। কোন লক্ষণ না থাকলেও ত্রিশ বছরের বেশি বয়সের নারীদের নিয়মিত বিরতিতে এই ক্যান্সারের স্ক্রিনিং করানো উচিত। স্ক্রিনিং খুব সহজ পদ্ধতিতে করা যায়, যা কাঁটাছেড়া বা কষ্টদায়ক নয়। এই স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে করতে যাচ্ছে লালমাটিয়া কমিউনিটি অনকোলজি সেন্টার। জানা যায়, আজ ১৫ জানুয়ারি থেকে সপ্তাহে ২ দিন শনি ও সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লালমাটিয়ার কমিউনিটি অনকোলজি সেন্টারে ফ্রি ভায়া টেস্ট করা হবে। ত্রিশোর্ধ যে কোন নারী কোন ফি ছাড়াই ০১৭৮৯৪৪৪৭৬৭ নম্বরে ফোন করে কিংবা নিজের নাম ও বয়স এসএমএস করে নিবন্ধন করতে পারবেন।
×