ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির চার দফা দাবি

প্রকাশিত: ২২:৪৩, ১৫ জানুয়ারি ২০২২

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির চার দফা দাবি

স্টাফ রিপোর্টার ॥ ন্যায্য বেতন স্কেল গ্রেড প্রদানসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন থেকে এর দাবি তোলা হয়। সমিতির অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে, স্থায়ী ও যথাযথভাবে পদ সংরক্ষণ করতে হবে, চাকরিরত অধিকার আদায়ের স্বার্থে দায়েরকৃত নিয়মতান্ত্রিক মামলার বাদীপক্ষকে অমানবিক হয়রানি বন্ধ করতে হবে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাকিরুন্নেছা সুমী বলেন, ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এফপিআই ও এফডব্লিউএ ২৮ হাজার কর্মচারী উন্নয়ন খাত হতে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। তখন হতে আজবধি ২৫ বছর ধরে ভাসমান অবস্থায় আছে। স্থায়ীকরণ ও পদ সংরক্ষণ হয়নি, নেই কোন নিয়োগবিধি, সরকারী কর্মচারী শুধু নামে। দাবি আদায়ে তারা নিরূপায় হয়ে হাইকোর্টের দারস্থ হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এরপর থেকে এফপিআই এফডব্লিউএদের পরিবার পরিকল্পনা বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ মৌখিকভাবে কর্মস্থলে অতিরিক্ত চাপ, হয়রানি করে যাচ্ছে। মৌখিকভাবে রিট থেকে সরে আসার জন্য হুমকিও দেয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শর্তাবলীকে তোয়াক্কা না করে একের পর এক এই ভাসমান কথিত রাজস্ব খাতে এফপিআই এফডব্লিউএ নিয়োগ দিয়ে চলছে এবং চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, খাগড়াছড়িতে নিয়োগ কার্যক্রম অতিদ্রুত চালিয়ে যাচ্ছে।
×