ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বংশাল থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

প্রকাশিত: ২২:৪২, ১৫ জানুয়ারি ২০২২

বংশাল থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বংশাল থানার পেছনে দু’টি বহুতল ভবনের পেছন থেকে উদ্ধার করা লাশের তিনদিন পর পরিচয় মিলেছে। নিহতের নাম খোকন মিয়া (১৬)। বৃহস্পতিবার রাতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে তার লাশ শনাক্ত করেন আনিস মিয়া। নিহতের বাবার নাম আরিজ মিয়া। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে খোকন ছিল সপ্তম। শুক্রবার মিটফোর্ড মর্গে নিহতের ভাই আনিস মিয়া জানান, খোকন বংশালের মালিটোলায় একটি ব্যাগ তৈরি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। কারখানার ভেতরেই থাকত সে। একই কারখানায় তাদের গ্রামের আরেক তরুণ কাজ করেন। গত ৩১ ডিসেম্বর তার কাছে জানতে পারেন খোকন নিখোঁজ রয়েছে। আনিস জানান, বৃহস্পতিবার বংশাল থানা পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে লাশ উদ্ধারের কথা জানায়। পরে নাসিরনগরের হরিপুর থেকে রাতে ঢাকায় আসেন তিনি। এরপর মর্গে গিয়ে পরনের পোশাক দেখে খোকনের মরদেহ শনাক্ত করেন। ঘটনা তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ঢালি জানান, শুক্রবার দুপুরে খোকনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×